।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। অলোর উৎসব—২।।
উৎসব
শ্যামল রক্ষিত
জানালাটা খুলে দিলাম
আলো আসুক
বাতাস আসুক
দীর্ঘশ্বাসের কোনো মূল্য নেই
কেবল জরুরিভাবে ঘোষিত হচ্ছে যে-গান
শোনো, তার কণ্ঠের নিচে বিশাল তোরণদ্বার
মানুষ আসছে আর যাচ্ছে ।
।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। অলোর উৎসব—২।।
উৎসব
শ্যামল রক্ষিত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন