শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। অলোর উৎসব—৮ ।। প্রণামী বাস্কে — মহাদেব চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


          ।। প্রতিদিন বিভাগ।। 

          ।।  অক্টোবর সংখ্যা।। 

           ।।  অলোর উৎসব—৮ ।। 



প্রণামী বাস্কে 

মহাদেব চক্রবর্তী 


যা, চরে খা,

ছেড়ে দিলাম, 

খোলা হাওয়ায়-


নদী-নালা খাল-বিল-

জঙ্গল পাহাড়-

মেয়ে মানুষ -

যা পাবি খেয়ে যা।

দুহাতে পেট ভরে।

কোন বাধা নেই।

শুধু, প্রণামী বাস্কে দিবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন