শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। অলোর উৎসব—৭।। দীপাবলির রাতে — বিদ্যুৎ মিশ্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


          ।। প্রতিদিন বিভাগ।। 

          ।।  অক্টোবর সংখ্যা।। 

           ।।  অলোর উৎসব—৭।। 



দীপাবলির রাতে

বিদ্যুৎ মিশ্র

 

মা কালী তুই খড়্গ নিয়ে আয়না এবার নেমে

অসুরগুলো করতে দমন গেছিস নাকি থেমে।

তাইতো দেখি অমানিশায় ঢাকলো সারাদেশ

অসুরগুলো শোষণ করে পরে ছদ্মবেশ।

মারছে মানুষ নির্বিচারে হয় না বিচার তার

আর কতদিন সইবো মা বল এমন অত্যাচার।

অনেক হলো মাগো এবার আয়না এবার তুই

তোর জন্য পঞ্চ প্রদীপ বিজয় শঙ্খ ছুঁই।

প্রতিবাদের জ্বলুক আগুন দীপাবলীর রাতে

সবাই মিলে শপথ করি হাত রেখে দুই হাতে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন