।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। অলোর উৎসব—১০ ।।
মহাশক্তির আরাধনা
গোবিন্দ মোদক
কালীপূজা মানেই জেনো শক্তি আরাধনা,
শুদ্ধবস্ত্রে, জবাফুলে, ভক্তিতে একমনা।
বাহুল্যতার পরিবর্তে নিষ্ঠায় করলে পূজা,
সব রকমের আশীর্বাদ দেন যে দশভূজা।
কালী হলেন শক্তিময়ী, করালবদনা,
দুঃখ মুক্তি, রোগ মুক্তি করলে আরাধনা।
দুর্গার দশ মহাবিদ্যার অন্যতমা কালী,
দক্ষিণাকালী, শ্মশানকালী মহাবলশালী।
শক্তির এই আরাধনা করেছিলেন বামা,
রামপ্রসাদ আর রামকৃষ্ণ করেন পূজা শ্যামা।
শ্যামা মায়ের শরণ নিলে কষ্ট হয় দূর,
দুঃখ যন্ত্রণা দূরে যায় জীবন সুমধুর।
শক্তির এই আরাধনা চলে যে সারারাতি,
মনের মধ্যে জ্বলতে থাকে নানা রঙের বাতি।
সবাই হাঁকে শক্তিময়ী কালীকামাতার জয়,
শক্তি আরাধনায় ঘুচুক সকল দুঃখ ভয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন