।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন— ২০।।
মা আসছেন
কার্ত্তিক মণ্ডল
নীল আকাশে মেঘের ভেলা
সারস ডানায় ভাসে
নদীর পাড়ে কাশফুল তাই
মনের সুখে হাসে।
ঘাসে ঘাসে শিশির কণারা
নাচছে প্রতি ভোরে
আমোদে তাই শিউলিগুলো
পড়ছে ঝরে ঝরে।
একটু হাওয়ায় উঠেছে দুলে
সারা মাঠের ধান
শরতেরই ছোঁয়ায় এ মন
গায় শারদীয়া গান।
মা আসছেন তাই প্রকৃতির
এমনতর সাজ
ঘণ্টা বাজা দে উলু দে
ফেলে সকল কাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন