।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন— ১০।।
মনে থাকবে না
হীরক বন্দ্যোপাধ্যায়মনে থাকবে না, কারোর ই মনে থাকে না, শত পুষ্প বিকশিত হোক বলেছিল কেউ ,অর্থ নয় কীর্তি নয়
স্বচ্ছলতা নয় এক বিপন্ন বিস্ময়ের কথা বলতে বলতে ট্রামে চাপা পড়ে মরেছিল কেউ এ নিবিড় পৃথিবীতে এই আলো অন্ধকার আয়ু এই সুষম বিকেলে মনে থাকবে না কিছুই. ..
তবু কিছু কথা কিছু গল্পবিভাব থাকবে কোথাও
পড়ে থাকবে ভোরের শিশিরে মাখামাখি ঘাসে
যেতে যেতে সমুদ্রের তটে কী এক অপব্যায়ী অক্লান্ত
ফাগুনে, যে জল ছিল না তোমার চোখে কোনো দিন
তখনো থাকবে কোথাও শোক দুঃখের বেদনার ছবি
তোমার আমার, তবে এত বেশি কথা বলো কেন ?
প্রদীপ জ্বালিয়ে রেখে নক্ষত্রমণ্ডল ...
ক দিনের জন্য এসে ঘুরে যাওয়া
শব্দ ও সত্য নিয়ে কেন তুমি বারবার সংকেত পাঠাও
মনে থাকবে না, কারোর- ই মনে থাকে না
রক্তের প্রথম ভাগ ,স্নেহ উদ্বেগ প্রিয় ব্যাকুলতা
ফ্রিলান্স ফটোগ্রাফারের তোলা ছবি সৌভাগ্য কাজলরেখা লক্ষীপট ইতুঘট ...
তবু কিছু থাকবে কোথাও, কড়ি বরগায় তেলের সুবাস ,শ্বাস ফেলবে চুপচাপ ঝাউ বৌদ্ধকাহিনীর মূর্তির মতো একশোগুছি প্রজাপতিদের ছায়াজন্ম যেখানে উধাও ,জীবনের বেচাকেনা বকুলফুলের দেনা অপলক কাঁটা ফিতে যশোরের চিরুণীতে
এই আলো এই বিকেলের তন্ডুল ভিক্ষা মনে রাখবে না কেউ, শুধু কিছু কথা কিছু ব্যাকুলতা
দুষ্প্রাপ্যতা নিয়ে পড়ে থাকবে নিকানো উঠোনে
বারে বারে আর আসা হবে না এই ভেবে
দুঃখ পাবে কেউ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন