বুধবার, ৪ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুন সংখ্যা।। বিষয় - গল্প ( ৪০০ শব্দের মধ্যে) —৫ আমরা —দুর্গাদাস মিদ্যা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



          

          ।।  প্রতিদিন বিভাগ।। 

             ।।  জুন সংখ্যা।। 

      বিষয় - গল্প ( ৪০০ শব্দের মধ্যে) —৫



আমরা

দুর্গাদাস মিদ্যা

কমলার মাথা সিতানে রাখা মোবাইল ফোন টা বেজে উঠলো ।তখন ভোর সাড়ে তিনটা ।রমলা ফোন করে জানিয়েছে ও বাড়ি থেকে এসে ওদের সঙ্গে যোগ দেবে সময় মতো।এই খবর জানানোর জন্য এই কাক ডাকা ভোর সাড়ে তিনটায় ফোন! অবাক হয়েছিল কমলা। রমলার কোথাও যাবার কথা থাকলে বারে বারে ফোন করে সকলকে।তাতে যে কেউ বিরক্ত হয় তা নয় । ওদের সম্পর্কের মধ্যে বিরক্তির কোন জায়গা নেই।
ওরা চারজন। বিশ্ববিদ্যালয়ে একসাথে এক ক্লাসে  পড়ে। রেজাল্ট ভীষণ কম্পিটিটিভ। সবার নম্বর সবার গায়ে গায়ে লাগানো। এই চারজন একেবারে হরিহর আত্মা। ইউনিভার্সিটির শেষ পরীক্ষা দিয়ে ওরা ঠিক করেছে খাজুরাহো মন্দির দেখতে যাবে।
কমলা  বিমলা রমলা এবং অমলা। এই চারজন এক হস্টেলে থেকেছে ।দুজন দুজন করে রুম শেয়ার করেছে। সিনেমা থিয়েটার যখন যা ইচ্ছা হয় এই চার মূর্তি বেরিয়ে পড়ে।শত চেষ্টা করেও এদের মধ্যে আর কারো অনু প্রবেশ ঘটেনি। বিশ্ববিদ্যালয়ে ওরা চার মূর্তি। যেন চারটি নোটন পায়রা।
ভোরে ফোন করে কমলাকে জানিয়েছে রমলা যে ও বাড়ির গাড়ি করে হাওড়া স্টেশনে এসে একসাথে মিট করবে।
সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি। যেন আকাশ ভেঙ্গে পড়ছে। সাথে বজ্র বিদ্যুৎ।কড়কড় শব্দে বাজ পড়ছে।চোখ ধাঁধিয়ে যাচ্ছে একেবারে। রহমান বিশ্বস্ত ড্রাইভার।হাতও বেশ ভালো।মা বারণ করেছিল এই আবহাওয়ায় না বেরোতে। বলেছিল কমলাকে জানিয়ে দে যে এই দুরবস্থায় যাচ্ছি না।
কিন্তু রমলা এমন চারবন্ধুতে বেড়ানোর সুযোগ হাতছাড়া করতে চায়নি। তাছাড়া রেজাল্ট বের হলে কে কোথায় ছিটকে যাবে?
দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে  ঝমঝম বৃষ্টির তান্ডব কাটিয়ে গাড়ি চলেছে। পিছনের সিটে হেলান দিয়ে বসে গান শুনতে শুনতে আসছে রমলা।ডানকুনির কাছাকাছি এসে গাড়ি হঠাৎ স্কিড করে এক চলন্ত ডাম্পারে ধাক্কা। তারপর আর কী হয়েছে মনে নেই
রমলার যখন জ্ঞান এসেছে তখন দেখে কমলা অমলা আর বিমলা খুব চিন্তাগ্রস্ত হয়ে ওর সামনে দাঁড়িয়ে।রমলা খুব কষ্টে জিজ্ঞেস করে এখন সে কোথায়? কমলা বলে  --আমরা এখন বেলভিউ নার্সিং হোমের আই সি সি ইউ কেবিনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন