লেবেল

সোমবার, ২ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুন সংখ্যা।। বিষয় - গল্প ( ৪০০ শব্দের মধ্যে) —৩ সুরেলা আকাশ — দেবাশীষ সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



          

          ।।  প্রতিদিন বিভাগ।। 

             ।।  জুন সংখ্যা।। 

      বিষয় - গল্প ( ৪০০ শব্দের মধ্যে) —৩




সুরেলা আকাশ 

 দেবাশীষ সরখেল 


সেদিন ঝমঝমিয়ে সকাল থেকে বৃষ্টি,আকাশ মেঘলা। বাইরে খুব একটা হাওয়া নেই। এরই মধ্যে চার বন্ধু মনে মনে ঠিক করলাম আজকে আর কোথাও বেরোবো না। নিজের বাড়িতে বসেই আমাদের প্রথম পরিচয়য়ের দিনটি নিয়ে ইনবক্সে চারজনে লিখব।

      লিখতে গিয়ে দেখি সুরলার কথা কিছুতেই বাদ দেওয়া যাচ্ছে না, কলেজ জীবনের সে ভালো আবৃত্তি করতো। কুইজে দারুণ দক্ষতা ছিল। আর ইংরেজি অনার্সের ক্লাসে তার স্থান ছিল খুব উপরের দিকে। সেই কলেজ ক্যান্টিনে এসে প্রথম আমাদের তার একক আবৃত্তি  অনুষ্ঠানের আমন্ত্রণ জানায়। আমরা যাব বলে প্রতিশ্রুতি দিই। এর থেকেই পরিচয় বন্ধুত্ব, কিছুটা নৈকট্য। হয়তো আমার মত আরও তিন বন্ধুই তার সাথে আলাদা করে মিশতে চাইতো। বন্ধুত্বের এই শীর্ণ ধারাকে মেশাতে চাইত প্রেমের ঝর্ণায়, কিন্তু সুবেলা কখনো সেটা চায়নি।

     তারপর অনেক বর্ষা এসেছে, বসন্তে পলাশ ফুটেছে, ঝরে গেছে। আমরা যে যার জীবন ও জীবিকার সন্ধানে।  সুরে লা কখন নিজের অজান্তে নিজের পরিসর থেকে মুছে গেছে,কেউ আমরা বুঝতে পারিনি।

    আশ্চর্য দিনশেষে যখন সকলে সকলের লেখা পড়লাম, প্রায়  চারজনই আমরা এক জিনিস লিখেছি। শুধু কিছুটা শব্দের জাগলারি, কিছু বর্ণনার হেরফের।

    সুরেলা কোথায় আমরা এখন কেউ জানিনা। সে কি এখনো কুমারী, বিবাহিতা সন্তানবতি সিঙ্গেল মাদার ---- আমরা কেউ কিচ্ছু জানি না!

   কিংবা হয়তো সবাই জানি, কেউ কারো কাছে ভাঙতে চাইছি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন