লেবেল

রবিবার, ৪ মে, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। প্রতিবাদী কবিতা -৪।। চিৎকার — সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  মে সংখ্যা।। 

   ।।  প্রতিবাদী কবিতা  -৪।।




চিৎকার 

সোমা চক্রবর্তী

ইচ্ছে করে, শরীরে যতো শক্তি আছে, সবটুকু 
ঢেলে দিই চিৎকার  করে।
প্রতিবাদে থাকি মুখর, অন্যায়কে অন্যায় বলি, আর 
উচিত অনুচিত বোধ আগ্রাসী হোক
বাঁধ ভাঙ্গা নদী।
চোখে ঠুলিপরা ভিক্ষাজীবি জনগণ, 
দৃষ্টিতেও অন্ধ সেজে মূক আর বধির হয়ে বেঁচে আছে, 
ক্লীবের মতো। 
জানিনা, কোন মন্ত্রবলে ঘুম পাড়িয়ে জীবন্ত
মৃতদেহ  হয়ে বেঁচে আছি আজ আমারা।
বড়ো অসহায়, অস্থির জগতে অভিযোজনে
আজ বাঁচার লড়াই। 
শুধু চিৎকার করে সত্যিটুকু বলতে ইচ্ছে করে।
সবাই জানে সত্যিটা কী, তবুও বিবেক এর দরজাটা বন্ধ করে, 
শুধু অভিনয় ভালো থাকার।
একটা অব্যক্ত চিৎকার শুধু লিপিবদ্ধ  হয় খাতার পাতায়, 
নিষ্ফল আস্ফালনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন