লেবেল

শুক্রবার, ২৩ মে, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। প্রতিবাদী কবিতা -১১।। আন খুঁজে আন শিরদাঁড়াটা — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  মে সংখ্যা।। 

   ।।  প্রতিবাদী কবিতা  -১১।।




আন খুঁজে আন শিরদাঁড়াটা 

জয়শ্রী সরকার 

শিরদাঁড়াটাই নেই যে রে তোর, কোথায় ফেলে এলি?
মানুষ তোকে বলবে না কেউ এটাই ভুলে গেলি!
এ্যাদ্দিন তো সুখেই ছিলিস উন্নত মস্তকে 
কোন্ ড্যারাতে গিয়েছিলিস? ধরলো যে ভূত তোকে !

শিরদাঁড়াটা খুঁজে পেলে মুক্তি পাবি ওরে 
গোলামগিরি করতে করতে থাকবি ঘুমের ঘোরে !
লোভ-লালসায় থাকবি যতই হয় যে মাথা নত 
শিরদাঁড়াটাও বাঁকতে থাকে পরজীবীর মতো!

শিরদাঁড়াহীন মানুষগুলোর স্বরযন্ত্রই অচল 
সত্যি বলবে কেমন করে? চলবে থেকে সচল।
কোথায় রে তোর মায়ের স্নেহ, বাবার ভালোবাসা 
আন খুঁজে আন শিরদাঁড়াটা, থাকবি সুখে খাসা !

সুখের বাসা সত্যি খাসা, ছোট্ট সোনোমণি 
তোর মাঝেতেই খুঁজে পাবে হীরে মাণিক খনি। তোর চোখেতে চশমা রঙিন, খোল তোরে আজ আগে 
দেখতে পাবি চোখের পাতায় শিরদাঁড়াটাই জাগে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন