লেবেল

রবিবার, ১১ মে, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। প্রতিবাদী কবিতা -৯।। বোকা সাপ — হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.magazine।। Bengali poem in literature।।




    ।। প্রতিদিন বিভাগ।। 

   ।।  মে সংখ্যা।। 

   ।।  প্রতিবাদী কবিতা  -৯।।





 বোকা সাপ 

হীরক বন্দ্যোপাধ্যায় 

বোকা সাপটা ভেবেছিল 
হরে রাম হরে কৃষ্ণ করলেই বুঝি মুক্তি 

এখন ছেলে বুড়ো মেয়ে মদ্দ ঢিল মারছে
রাস্তায় যেতে যেতে ফিরতি পথে 
আর ঊরুভঙ্গের পর সে তাই শিকার ও
করতে পারেনা  .....
যেমন পুতনা অকৃতকার্য হয়েছিল 


সাপটা মরে যাবার দিন 
বাচ্চাটার মনে পড়ছিল 
পান্তাভাত, কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা 
এই অদ্ভুত আশ্চর্য গোলক...

সে তাই প্রতিদিন ভোরবেলা 
থ্রি সেভেনটি ফাইভ পেটে ঢুকিয়ে 
বুলেটে স্টার্ট দেয় রোজ 
বেরিয়ে যায়  রাস্তায়  
নিজস্ব ডিকসেনারিতে উৎসব স্মৃতি লিখে রাখে না কখনো সন্ধ্যাবেলা 

আর সাধুসন্ত যাকেই পায় 
তাকেই কামড়ায়. ..
বাছবিচার করে না .......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন