বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণুকবিতা)-২১।। আমার ফাল্গুন - তৈমুর খান।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণুকবিতা)-২১।। 




আমার ফাল্গুন 

  তৈমুর খান 




               

    

১.

                

এত ফুল ছুঁইনি কখনও 

সারাদিন ঘ্রাণ এসেছে 

আর ঘুরঘুর করেছে বাহিরে ঘরে 

বাতাস এনেছে ঘ্রাণ 

আমি আর উদাসীন চুপচাপ থাকি 

নীরব পাড়ায় 


২.

কত রঙিন পোশাক, খোলা চুল 

রাঙা নখ হেসে হেসে গেল 

চূর্ণ বিষাদে ভাঙা স্বর 

সে তো আমারই ফাল্গুন 

কাঁপা কাঁপা কথা, কথায় কথায় না-বলা মেশানো 


কথাফুল ফুটল না আর 

পায়ের চপ্পলে চেয়ে থাকা সারাদিন 

ফিরে ফিরে আসে আলতাদাগ 


রাস্তা চলে গেল বহুরাস্তার দিকে 

সময় বিলাপে দিন যায় আজও 

মঞ্চের আড়ালে ধূসর জনান্তিকে 



          

 

৩.

কার কণ্ঠ বাজে ? 

ভোর ভোর উঠে আসি 

শূন্য দাওয়ায় প্রাচীন কোকিল ওড়ে 

কোকিলের ভ্রমরচোখ পাতার আড়ালে লুকায় 


আমি তাকে চিনি 

বুকের কুয়োয় তার ছায়া পড়ে 

জল নড়ে, বহুজল মেশে অশ্রুজলে 


৪.

শূন্য দাওয়ায় ভোর 

বকুলতলায় কত জাগরণ পড়ে আছে 

আবার কুড়িয়ে আনি 

আবার পাতায় পাতায় সাজিয়ে রাখি 

ঝরা জাগরণফুল 

সারারাত ভিজে গেছে অবেলার সুরে 


1 টি মন্তব্য: