।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণুকবিতা)-২৩।।
শীতল গঙ্গোপাধ্যায়ে-র অণুকবিতা
১.
হাওয়াতে হাওয়াতে মহারণ
খাঁচাবন্দি শান্তি পারাবত
প্রভাত মেঘের মুখে আস্ফালন
শুধু আস্ফালন।
২.
গাছেরা দাঁড়িয়ে আছে
মাথা উঁচু পাহাড়ের গায়ে
বোমারু বিমানগুলি
লুটিয়ে পড়েছে তার পায়ে।
৩.
সৈন্যরা শৃঙ্খলিত, তবু
এখনো পাখির মতো
হোক পোষমানা
শেকল ছেঁড়ার জন্যে
ঝাপটাচ্ছে ডানা।
৪.
এ আমার জয় নাকি পরাজয়
বোঝাই যায় না
কী করেই বা যাবে
হারিয়ে গিয়েছে সেই ম্যাজিক আয়না।
৫.
বড় নদী গিলে খায় ক্ষুদ্র স্রোতঃস্বিনী
কখনো তা নন্দীগ্রাম
কখনো বা তুচ্ছ কামদুনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন