।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণুকবিতা)-২০।।
বিদ্যুৎ মিশ্র-র কবিতা
১.
পলাশ
এখনো আমি দেখতে পাই রোদ ঝলমল ছায়ায় ঘেরা
সেই বাগান বাড়ি। সামনে বেশ কিছু পলাশ
শোভা বাড়িয়ে আছে আগের মতো। দেখতে পাই
হাত ধরে ছুটে চলেছে দামাল কিছু প্রজাপতি;
রোদ মাথার উপর এলে ঝিমিয়ে পড়ে পলাশের রং।
প্রজাপতিরা ছুটে চলেছে আগের মতই হাত ধরে আর
নতুন উদ্দীপনায় আবার জেগে উঠেছে
পলাশের ফুলগুলি।
২.
কর্তব্য
আজীবন নিজেকে বেঁধে রেখেছি
যে কর্তব্যবোধে
এমন মায়া তাকে আটকাতে পারেনি।
হৃদয়ের প্রগাঢ়তা থেকে
তুলে দিলাম কিছু রং তার হাতে;
তিলে তিলে গড়ে তুলেছিলাম যে অট্টালিকা
আজ তার ভগ্ন স্তুপে মাথা নিচু করে দাঁড়াই।
চরম অবহেলা পেয়ে
চুরমার হয়ে গেছে সেই শখের বাগান।
এ বাগানে ফুল ফুটবে না ভেবে
সাত ক্রোশ দূরে বসতি গড়েছিলাম।
৩.
আলো
আলো আর জোছনার মধ্যে ফারাক অনেক
ঠিক যেমন অন্ধকার পেরিয়ে
নতুন একটা দরজা। তার পাশে বয়ে যায় নদী
অথবা ঝিরিঝিরি বৃষ্টি; একটু আড়াল হলে
ঝুপ করে নেমে আসে সন্ধ্যা।
আমাদের ঘরে জোছনা পথ দেখায়;
দূরে ঠিক ওই মেঠোপথ আগলে বিস্তীর্ণ মাঠ
তার পাশে ঘন পলাশ আর শিমুলের বন।
৪.
জন্ম
যদি কুয়াশার পথে অজন্মকাল
রোদ্দুর হতে পারি ।আমি আবার
বসন্তে ফিরে আসতে পারি।
পুকুর পাড়ে পলাশ হয়ে ফুটে উঠবো
মুখের উপর রোদের আলতো ছোঁয়া পেয়ে
নববধূর মত লজ্জায় লাল।
যদি আবার বাংলায় ফিরে আসতে পারি
আবার একটা নতুন জন্ম পাবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন