মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণুকবিতা)-১৯।। অর্ণব মৈত্র এর অণুকবিতা ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণুকবিতা)-১৯।। 




 অর্ণব মৈত্র -র   অণুকবিতা 



১.         

সেইসব মুহূর্ত

       

সতেরো বছর হয়ে গেছে তুমি চলে গেছ,          

 তবু বসন্ত এলেই         

চোখের সামনে ভেসে ওঠে      

 সেইসব অন্তরঙ্গ মুহূর্ত। 


 ২.         

 সেই মুখ

           

  বসন্ত মানেই রেল- কোয়ার্টার-এর গায়ে   

  আলো ছায়ার খেলা,            

বসন্ত মানেই লাল মাটির পথের ধারে     

 ছড়িয়ে থাকা পলাশ ফুল,       

আর বসন্ত মানেই       

 তিরিশ বছর আগে শেষ দেখা       

অন্তরার সেই কিশোরী মুখ।  


 


 ৩.         

 বসন্তের সেদিন

   

তিরিশ বছর কবে পেরিয়ে গেছে  

আমার কথা কি এখনো মনে আছে !   

 বয়স বাড়ছে আরও – ভুলে যাচ্ছি পুরনো অনেক কথা 

শুধু মনে আছে    

বলাই স্যারের টিউশনিতে    

প্রথম দেখার সেই দিনটি-     

সেদিনও ছিল বসন্তের এমনই এক রোদ ঝলমলে সকাল।  


               

 ৪.         

 সেইসব কথা  

  

দুটি রেল-কোয়ার্টার-এর মাঝে সরু গলিতে    

সেই নিম গাছটার কাছে এলেই   

মনে পড়ে - বসন্তের এক নির্জন দুপুরে   

স্কুল থেকে ফেরার পথে     

 সাহস করে প্রথম কথা বলেছিলাম তোর সাথে,     

এখনো নিমগাছটার কাছে এলে     

কানে ভেসে আসে  

কেঁপে যাওয়া কণ্ঠস্বরে বলা       

 সেইসব কথা।


            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন