।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্ত ( অণুকবিতা)-১৮।।
প্রদীপ কুমার চক্রবর্তী-র অণুকবিতা
১.
মজাটাই বেঁচে থাক
বসন্ত -জ্বর গায়ে দেবদারু থরো থরো
এই বুঝি হাওয়া লেগে যত পাতা পড়ো পড়ো,
তবু মনে স্ফূর্তি যেই আসে কুহু ডাক
বুকখানা ফুলে ওঠে মজাটাই বেঁচে থাক ।
২.
হিংসার মূর্খামি
হিংসা বলে দুঃখ টাকে, তোর কিসের দুঃখ
আমার মতো চার চোখে চা , হোস না মূর্খ ।
৩.
সবুজ বনে
সবুজ বনে অবুঝ হয়ে কি যে খুঁজি আমি
সারাটা দিন গেলো চলে হাসে অন্তর্যামী।
৪.
বুকের মধ্যে আগুন
বুকের মধ্যে আগুন জ্বলে দগ্ধ করে আমায়
এবার আমার যাবার পালা রঙ লেগেছে জামায় ।
৫.
বিরহ মন্ত্রণা
আমার মনে এতো পাপ শেষ হয় না তবু
তুমি এতো পুণ্যি করো বুকেতে যন্ত্রণা ,
অন্ধ হয়ে থেকো নাকো সজাগ চোখে দেখো
ওই যে আসে করুণ মুখে বিরহ মন্ত্রণা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন