লেবেল

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণুকবিতা)-১৭।। কানাকড়ি — অলক্তিকা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণুকবিতা)-১৭।। 




কানাকড়ি 

অলক্তিকা চক্রবর্তী 

১.
দিনান্তের এক টুকরো কানাকড়ি হয়ে হাতে কি কিছু উঠে আসে কখনো ?
 কী  বলে ফাগুন পরব ?
 কী বলে পলাশের মাস? 
তার দাঁতে দাঁত চেপে পার করা দিনগুলো... রাতগুলো

২.
 কাঁকর কাঁকর হয়ে উঠে আসা জলদমন্দ্র মেঘ
 ঘনিয়ে ওঠা জলধারা

ঝরতে ঝরতে স্রোত হয়ে বয়ে যাওয়া বসন্তের দিন

৩.
 উপচে ওঠা জল রঙিন মনখারাপের সাথে মিশে যেন নতুন শৈশব কে কোল ,
  কৈশোর কে বাঁধন আর নবযৌবনকে আহ্বান জানায় তার ব্যাকুলবিধুর তরঙ্গে,

৪.
 সেই কি তবে সবটুকু ফুটে ওঠা আলো? 
সেই কি তবে বাসন্তিকার নবমঞ্জুরী ?
সেই কি তবে অঘোষিত বসন্তের কাঁপন?

৫.
 হয়তো এভাবে... 
এভাবেই 
লাল নীল মনখারাপ আর  আবেগটুকু সম্বল করে বসে থাকে দিন, প্রদীপ পিলসুজ ঘষে ঘষে এমনই আলো জ্বালবে বলে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন