লেবেল

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্ত ( অণুকবিতা)-১৬।। বসন্ত জাগ্রত দ্বারে — হীরক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      



      ।।  প্রতিদিন বিভাগ।। 

         ।। মার্চ সংখ্যা।। 

 ।।  বিষয় - বসন্ত ( অণুকবিতা)-১৬।। 



বসন্ত জাগ্রত দ্বারে 

হীরক বন্দ্যোপাধ্যায় 



.বসন্ত এসে গেছে 
 এই শুধু খবর এখানে 
  আর কিছু নয়. ....
  এসো হাতে হাত
  গালে দাও,সপাটে আবির ...

২.
 
  পলাশ এসেছো বুঝি ?
  কী চাও ? শরীর  ?
  শালের জঙ্গলে ঝিকিয়ে পড়ে রোদ
  লাল নীল হলুদের সমারোহে খেলবো হোলি 
  রঙ দেবো না ....


৩.
 রঙ বরসে ...শুধু ভালবাসা আর কোনও ইচ্ছে নেই
 মূর্ছায় কামনা অসুখে পরিত্রাণ 
  রেখা অমিতাভ জয়া 
 পথ চলতে চলতে থেমে গেল 
  জলপরীদের প্রতিচ্ছবি ...

৪.
  ব্রজগোপী খেলে সোনালি সৈকতে  শিমুলে 
   পলাশে অলৌকিক ক্ষতস্থানে 
   অস্তিত্বের কাব্যচর্চায় .....বসন্ত এলে
     কত কি যে করতে ইচ্ছে করে 
     আহা রঙ বিষয়ে আমরা এখনো কত কম জানি



৫.
  পিরীতি পরমপ্রীতি ,ফাগ মেখে বসেছে শ্রীরাধা
   যেন নীল প্রজাপতি, অনঙ্গ আবেশে
    রঙ লেগে আছে  ঢেকে রাখা প্রতিটি অঙ্গে ত
     তার ,নব ঘন শ্যাম বাজায় বাঁশরী 
   গোমতীর তীর আজ লালে লাল হলুদে হলুদ .........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন