লেবেল

শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।। জানুয়ারি সংখ্যা।। ।। দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -২৫।। নির্লিপ্ততায় উদাসীন আহ্লাদ — হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    

       ।।  প্রতিদিন বিভাগ।। 

        ।।  জানুয়ারি সংখ্যা।। 

       ।।  দীর্ঘ কবিতা (উন্মুক্ত) -২৫।





 নির্লিপ্ততায়  উদাসীন আহ্লাদ 

হীরক বন্দ্যোপাধ্যায় 

কিছুটা উদাসীন আহ্লাদ থাকা ভালো ,কিছুটা নির্লিপ্ততা জগৎ মায়ার স্পর্শ ভুলিয়ে দেয় মানুষে মানুষে সুসম্পর্ক...
যেখানে যা ভালো কিংবা কালো নৈঋতে ঈশানে 
পাওয়া না পাওয়ার জন্য থাক অমিতবৈরি 
ছেঁড়া পালকের মতো উড়ুক্কু হাওয়ায় মিশে যাক পাপপুণ্যের মূর্চ্ছনা 
যেমন একটি দুঃখের কথা বড়জোর ছাব্বিশ মিনিট
ওদিকে জবা ফুটছে মাধবী ফুটছে রজনীগন্ধা 
বিকারগ্রস্থ কোনো হটকারী ঈশ্বরীয় অঙ্গুলিহেলনে 
ফুলে ফেঁপে উঠছে অবলীলায় 
তখন ভেঙে পড়া ট্যাঙ্ক বিমানের ধ্বংসাবশেষ অথবা একটি নারীর কান্না বড়জোর ..তোমার হয়নি কোনো ক্ষতি. ..পর্যন্ত আর একটি পুরুষের কান্না  ...যাবো,কিন্তু  তোমাদেরো সঙ্গে নিয়ে যাবো. ..পর্যন্ত. ..একটি মানুষের কান্নার রঙ বদলায় বড়জোর একটি মানবের জন্য  কয়েক শতাব্দী 
এখন কিছুটা উদাসীন আহ্লাদে থাকা ভালো কিছুটা নির্লিপ্ত ,জগৎ ভুলিয়ে দেয় রাষ্ট্রহীন নীলাঞ্জনার মুখ...
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন