লেবেল

সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক- ১৭।। মহিষাসুর ছিল বলেই — গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক- ১৭।।


মহিষাসুর ছিল বলেই 

গোবিন্দ মোদক 


মহিষাসুর ছিল বলেই লোকে চিনল মা-দুর্গাকে, 

মহিষাসুর না থাকলে কে-ই বা চিনত তাকে !

মহিষাসুরের অত্যাচারে যখন কষ্টে বিশ্ব সুদ্ধ, 

দেবতারা সেসব দেখেই হলেন ভীষণ ক্ষুব্ধ ! 

তাঁদের তেজরাশি থেকেই জন্ম দুর্গামা'র, 

ভীষণ বলশালিনী তিনি দশটি হাত যে তাঁর !

তাঁর সঙ্গে থাকে বিদ্যা-বুদ্ধি সরস্বতী স্বরূপিনী, 

সঙ্গে থাকে অর্থ-সম্পদ স্বয়ং লক্ষ্মী যিনি !

শৌর্য-বীর্যের অধিকারী কার্তিকেয় সঙ্গে রয়, 

তারই সঙ্গে সিদ্ধিদাতা গণেশের বরাভয় !

পশু-শ্রেষ্ঠ  সিংহ  তাঁর  বাহন  যখন  হন, 

তখন তো তিনি জিতবেন অনায়াসেই রণ !

মহিষাসুরকে বধ করতে এতো যে আয়োজন, 

কারণ অসুর চিরদিনই অশুভের প্রতীক হন ! 

যুগে যুগে অসুর দমনে আসেন যে তিনি, 

পরোক্ষভাবেই তিনি হন অসুরের কাছে ঋণী !

মানুষের মনে অশুভ যা তাকেই অসুর মানি, 

শুভ-বুদ্ধি  দুর্গার  জয়  এ-কথাটা  জানি !

তবুও অসুর  ছিল বলেই  মা দুর্গার জয়,

মায়ের দশ  হাতেই অস্ত্র,  সঙ্গে বরাভয় !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন