।।।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —১৮।।
বৈভব-রাত্রি শেষে
গোবিন্দ মোদক
মনে পড়ে সেই সব অফুরান রাতের কথা ...
অজস্র তারার মালায় সাজানো
সুষুপ্তির কথা ...
যখন দু'হাতে এঁকেছি নিবিড় সমর্পণ
আর দু'ঠোঁট জুড়ে ইচ্ছাপত্র ...
যখন অপূর্ব লাবণ্যে
টুপটাপ ঝরে জ্যোৎস্না সমীহ...
আশ্চর্য সুষমা তার নিবিড় নৈকট্যে,
যখন ঈষদুষ্ণ সময় জুড়ে প্রত্যাশার ভিড় ...
ক্লান্তিহীন অবগাহন ...
পরিপাটি চারুকলা-বন ...
আহা! অসম্ভব মোহময়
সে সব কমনীয় মুহূর্ত ...
চরাচর জুড়ে ভালোবাসার নিজস্ব অরণ্য...
যখন মালকোশ-যাম জুড়ে
ছন্দপতনের গান আর পুননির্মিত সমীকরণ,
পালকের ধূসরতা ছেড়ে
উঁকি মারা হরিৎক্ষেত্র,
আহা! রাত্রির অন্ধকার থেকে
মুছে নেওয়া তৃপ্তি ঘাম,
মনে পড়ে, খুব মনে পড়ে ....
মনে পড়ে সেই সব অফুরান রাতের কথা....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন