।। প্রতিদিন বিভাগ।।
।। প্রতিবাদী কবিতা -৩০।
তিলোত্তমার বিচার চাই!
গোবিন্দ মোদক
এবার পুজোতে কিছু চাই না গো মা
শুধু কিছুটা ক্রোধ দিও
তীব্র থেকে তীব্রতর উচ্চারণের ক্ষমতা
দিও আরো আরো ঘৃণার দুর্লঙ্ঘ্য পাহাড়
নৈরাশ্য জয় করবার বর দিও মাগো
দিও যন্ত্রণা সহ্য করবার সাহস
দিও লেলিহান আগুনে পোড়া
প্রতিবাদ করবার সমূহ শক্তি
যাতে দু’হাতের বজ্র মুষ্ঠি তুলে
বলে উঠতে পারি –
তিলোত্তমার বিচার চাই!
তিলোত্তমার দু’চোখ দিয়ে অশ্রুর বদলে
যে রক্তের ধারা বয়েছে মাগো
তার প্রতিটি বিন্দুর হিসাব না নিয়ে
পথ ছাড়বো না।
মাগো, তুমি তো জানো না
আমরা যে অসুর নিয়ে ঘর করি
তা তোমার পদতলের অসুরের থেকেও
আরো ভয়ংকর, আরো আরো নিষ্ঠুর,
সাংঘাতিকের চেয়েও সাংঘাতিক!
মাগো বিচার চাই। চাই —
ইতিহাসের পুনরাবৃত্তি যেন আর না ঘটে!
তুমিও সমস্বরে বলো মাগো —
তিলোত্তমার বিচার চাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন