।। প্রতিদিন বিভাগ।।
।। প্রতিবাদী কবিতা -২৫।।
অন্ধকার
সুজিত রেজ
এখন আর জানলা খুলি না।
দুটো ঘুলঘুলি দিয়ে যে-টুকু বাতাস আসে
গায়ে মাখি,ঘুম আসে না।
আর কত রাত জেগে থাকব?
সবাই ঘুমিয়ে পড়েছে।
বলতে পারি না, জাগো,
এসো আমার ঘরে।
বুঝতে পারছি বাইরে বৃষ্টি পড়ছে।
আবছা কাচের শার্সি দিয়ে ভেসে আসছে রাধাগোবিন্দের আলো।
বাইরে আলো জ্বেলে কী হবে ভিতরে তো অন্ধকার---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন