।। প্রতিদিন বিভাগ।।
।। প্রতিবাদী কবিতা -২৩।।
চায় বিচার আর জি কর
প্রদীপ কুমার চক্রবর্তী
এ বিষম সময় কিভাবে যে যায়
কেউ তো বুঝিতে পারিনা
চারিদিকে দেখি উৎকট পাপ
কত স্বাভাবিক বিষ ছড়ায়ে ,
স্বার্থলোলুপ অহংজীবীরা
উল্লাসে বলে হারি না
তুমি কোথা যাবে , কোন দেবালয়ে
যেতে হবে বিষ মাড়ায়ে ।
আকাশের নীলে কত পাখি ওড়ে
আমরা তো রোজ গুনিনা
কোন প্রত্যুষে বাসা -দোর খুলে
উড়ে গেল ধান খুঁটতে,
কত শব্দ মিছিল কোন সুর তোলে
আমরা নিয়ত শুনি না
তবু সেথা চলে কত আঁকুপাঁকু
ভোলে নি তো মজা লুটতে ।
আগুন জ্বেলেছে কালভৈরব
হবে কি শত্রু বিনাশ?
সমাজ জঠরে চলে পাপের বৃদ্ধি
তা করে দেবে ছারখার,
বুদ্ধিভ্রষ্ট যত মুখ দেখি
তারা পেয়েছে প্রলয় আভাস
খোলা দাবানলে পোড়ে ফুল্ল সমাজ
সেটাই হয়তো উপহার!!
ওই শোনো দূরে অশনির ডাক
সেটা হুংকারে পরিপূর্ণ
ভীরু কাপুরুষ পাপী অমানুষ
বদ কাজে যারা সিদ্ধ,
নিশি অভিযানে তারা অভয়াকে লোটে
তার নিঃশ্বাস হলো চূর্ণ
বহু কাঙ্ক্ষিত ফুলতনুখানি
ক্রূর অস্ত্রেতে হলো বিদ্ধ ।
হায়রে বাংলা, এ কেমন ছবি !
একি সভ্যতা বিনোদন,
মানবসেবায় যার ছিল মন
সেই যূপকাষ্ঠতে বধ ,
ক্লান্ত শরীরে নগ্ন সে খেলা
চলে দানবীয় সে রমণ
আকাশে বাতাসে ওঠে ধিক্কার ধ্বনি
তারা স্ফূর্তিতে ঢালে মদ ।
দেশ ও বিদেশে চলে দৃঢ় প্রতিবাদ
সে কঠিন তীক্ষ্ণ স্বর
বিশ্ব সমাজে নেই কোন স্থান
এত পিশাচের অনাচার,
কান পেতে শোনো দৃপ্ত স্লোগান
চায় বিচার আরজি কর ,
মাঠ ঘাট ফেলে আসে শারদলক্ষ্মী
হবে শেষ এই ব্যাভিচার!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন