।। প্রতিদিন বিভাগ।।
।। প্রতিবাদী কবিতা -২১।।
লজ্জা!!
বিকাশরঞ্জন হালদার
"কোনো দিন জাগিবেনা আর "
মাথার ভিতরে পৃথিবীটা শুধু বাঁই-বাঁই করে ঘোরে!
সপাটে ধর্ষণ করে বিকৃতির অবলীলাক্রম...
একলা-শরীর ছিঁড়ে যায়, দল বাঁধা আসুরিক টানে!
নখে-দাঁতে ভরে ওঠা মেয়েটি আমার!
চোখ ফাটে... ফাটে চিহ্ন...থকথকে রক্ত জোয়ার...
মুখর প্রশ্নের ভিড়ে পড়ে থাকে মৃতদেহ
নিথর-নির্জন!
আবিল রাত্রি হেঁটে যায়...
লজ্জা! এ-কী লজ্জা!
প্রতিবাদের ভাষা জানি না
আমার ঘৃণায় শুধু আগুন জ্বলে ওঠে!
পুড়ুক এই পোড়া কাল, ছাই হয়ে যাক!
শেষটুকু বলেদেয়...
নিজস্ব আকাশ হাতে বেঁচে থাকে সে'ই, যাকে আজ
মেরে ফেলা হলো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন