।। প্রতিদিন বিভাগ।।
।। প্রতিবাদী কবিতা -৩।।
শিরদাঁড়া
পুষ্প সাঁতরা
শিরদাঁড়া কিছুতেই সোজা হচ্ছে না
হাহাকার আগুন
ছাইয়ের পাহাড় ক্রমশ বাড়ছে
চোখের কোন বেয়ে রক্ত
গড়িয়ে পড়ছে মাটিতে
নিজের স্নায়ুসংকটে ক্রোধের পাহাড়
তবু ভরসার আঙুল ছুঁয়ে
টলমল পা
হত্যার জমা খেদে বিষাদের নির্ঘন্ট
প্রতিবাদের রক্তবীজের তলা বুনি
একদিন বুমেরাং হবে
হবেই----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন