।।প্রতিদিন বিভাগ।।
কৃপাণ মৈত্র-র কবিতা
১
একফালি আলো
এক আঁচলা রোদ ওর মুখে ঢেলে দিয়ে
মা বলেছিল, ও নির্ঘাত আলো।
বাগানের সেরা ফুলটা ওর মাথায় টুপুর করে
দিয়ে বলেছিল, ও পরী।
এক খাবলা চাঁদ পেড়ে ওর কপালে
টিপ দিতে দিতে বলেছিল, জোছনা।
চাঁদের কলঙ্ক কপালের কোণে
আঁকতে আঁকতে বলেছিল, কারো
কুনজর লাগে না যেন।
২.
গেরণ
স্কুল ব্যাগটা মাটিতে টানতে টানতে
ও স্কুলে গেল। মারামারি করে বাড়ি ফিরল।
মা বলে, বই খাতা ছিঁড়েছিস। কপালে রক্তের
দগদগে দাগ। চাঁদপানা মুখে কালো
মেঘের ছায়া। বাগানের ফুলগুলো তোর
নির্মম অত্যাচারের শিকার।
৩.
মন্দ আলো
রকে আড্ডা মারা ছেলেগুলোর
ও এখন ময়না। শিষ দিলে ওর
চোখে ইতর হাসি । মুখে অশ্লীল ভাষা।
ওকে পরিহার করেছে অনেকে
নাকি মন্দ মেয়ের সংশ্রব বিষময়।
৪.
আলো আলোর দেশে
করনায় ঘরে ঘরে খিল
ও বাড়ি বাড়ি খবর নেয়। তুতো ভাইদের
রিক্সায় আরোগ্যের ঠিকানা।
ও মরে গেল। ওর লাশ দেখল না কেউ ।
চাঁদ সূর্য বাগানের সেরা ফুল এখন কবরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন