।।প্রতিদিন বিভাগ।।
তাপস মাইতি -র কবিতা
১.
কালচক্র
জলের দরে ঢেউ তুলছে সাগর
কোথাও হল্কা করে বইছে না
স্রোতের আচরণ দানব- দৈত্য হয়েও
কেন গোপন প্রলুদ্ধ
এখন ঝড়- বাদলাকে এ্যাভয়েড করার
কি দরকার ছিল আবহাওয়ার
আগুন- বজ্র যে পছন্দ করে, আজ তার
কালবৈশাখী মেঘে কেন লোভ সম্বরণ
ঢেউয়ের উপর নৌকোর সান্নীপাতিক জ্বর
দাঁড়েরা বড্ড দিশেহারা...
২.
সাধের ছায়া
বন্ধ সাটারে ঢেউ খেলানো কার ছায়া
উড়ছে চুলের মতো ওড়না
নাকি ঢ্যাঙাগাছের ডালপালা
স্টেশনের নাম সোনারপুর জংশন
গন্তব্য স্টেশন শিয়ালদহ
হেলা সূর্যটা জানালার রডে মুচকি হাসে
রহস্যের জাল বুনি চোখে, সে নয় তো
যাদবপুর স্টেশনে নেমে মাত্র ডিউটি ধরতে ছোটে
ট্রেন চলে গেল সাধের ছায়াটা ফেলে
৩.
থাকা
সব কথা থেকে দূরে থাকি
বৃষ্টিরা চুল আঁচড়ায় বাতাসের আয়নায়
সব দেখা থেকেও থাকি দূরে
মাঠের ঘাস সবুজ রোপণ করে
দিগন্তের পিঠে
বহুবার হেরে গিয়েও একটি কথা বলিনি
একা ভাল্লুকের মতো
মাথা নিচু করে বনে চলে গিয়েছি
কত কথা দিয়ে সাগর তার
ঢেউ দিয়ে রচনা করেছে এক দীর্ঘ উপন্যাস
একটি গল্পগুচ্ছ বইয়ের মতো
ঘাট, ফেরি বানিয়েছে নৌকো
শুধু একটা তাজমহল হয়ে দাঁড়াবার আশায় থাকি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন