লেবেল

শনিবার, ২৫ মে, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ৮।। আগুন আলো — দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

             ।।  নজরুল স্মরণে- ৮।। 



আগুন আলো

দুরন্ত বিজলী

চমকে উঠে জ্বলে উঠলো আগুন,
বুকে জ্বলে, অগ্নিবীণা।

আগুন কখন আলো হয়ে গেছে
বুঝে ওঠার আগেই
ঝাপসা হয়ে গেল তাঁর দুনিয়া,
দাবদাহে ছাই হয়ে গেল ফুল।

জীবন না-ছোঁয়া জীবনে
ভেসে থাকে, নিচে শূন্যতা।

চেতনা হারিয়ে বেঁচে থাকা
মৃত্যুরও চেয়ে কঠিন।
তবু জীবনের জল বয়ে চলে
নির্মাণের নদীপথে...

কবি বেঁচে থাকেন যুগ যুগ ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন