লেবেল

শুক্রবার, ১৭ মে, ২০২৪

আজ থেকে শুরু হল... অঙ্কুরীশা -র পাতায়... প্রতিদিন বিভাগে... নজরুল স্মরণে কবিতা।। আজকের কলমে— তৈমুর খান।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।। E.Magazine।। Bengali poem in literature।।

 
  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

              ।।  নজরুল স্মরণে- ১।। 



এগারো জ্যৈষ্ঠের প্রার্থনা

তৈমুর খান 


 কত ঝড় বয়ে যায় জ্যৈষ্ঠের প্রান্তর জুড়ে
আমরা বিপন্ন বারবার, ঘরবাড়ি ওড়ে।
একটুকরো শান্ত চাঁদ জন্মদিনের পতাকা তুলে ধরে
খুঁজে পাই তোমাকেই আমাদের বিমূঢ় অন্ধকারে।
 এখনো মানব আছে মানুষের ঘরে
এখনো ফিরে আসো তুমি নিত্য জন্মান্তরে।
এ মুখে ন্যায়ের বাণী, সত্যের অবিচল ধারা
এ আত্মা বিদ্রোহ জানে, প্রেমে আত্মহারা।
সহজ সুন্দর এই হৃদয়ের তাপে
গোলাপ জন্মায়, তরবারি ছলকে ওঠে খাপে।
ব্যথার অশ্রু ভেজায়, আগুনে ঝলসায়
 মুখর শ্রাবণ আসে, নীরব জলসায়।
কাণ্ডারী পথ ভুলে গেলে বারবার
তুমিই উচ্ছল তারে করো হুঁশিয়ার।
এই দগ্ধ ভাঙা দেশে দিশেহারা জাতি
তোমার উদ্দাম স্বপ্নে ফিরুক সদ্গতি।

1 টি মন্তব্য: