।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ২৫।।
অন্ধপ্রাণ জাগো
দীপক বেরা
তোমাকে ঘিরে অনুষঙ্গের ঝংকৃত দামামা
মহিমান্বিত কাব্যশৈলীর কিঞ্চিৎ প্রসাদলাভ
বিন্দুবিসর্গ না-বোঝার গড়িয়ে পড়া হাততালি
নিবেদনে তোষণের উপকরণ, চিত্রকল্প, উপমা
তোমার অনর্গল এলোপাথাড়ি বিলাসী ভাষণ
তোমার মুখনিঃসৃত ঝর্ঝরস্বরে পরশপাথর
ভাঙা-ঘরের নমনীয় মূর্তিমতী ছাঁচের আদল
সাদা আঁচলের নিচে দেহতটের নিভৃত নারীত্ব
প্রত্যাশা— ঢেলে দেবে জীবনের পাথেয় অগাধ।
প্রতিদিন প্রতিনিয়ত ধারাবাহিক অন্তর্দহন
দগ্ধ হতে হতে ছাই,.. ছাই তো শেষকথা নয়
শিরায় শিরায় প্রগাঢ় শোণিতে আলোড়ন
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাকের কর্কশধ্বণি
পাঁচিল ডিঙানো বিড়ালের উল্লম্ফনে মৎস্য-চুরি
ছানিকাটা চোখের পর্দা সরে সরে যায়
লাইট এন্ড শেড, অ্যাম্বিভ্যালেন্স, দোলাচল
পরিবর্তন আর বিবর্তনের মাঝে সত্তার ফারাক
আপেক্ষিক এবং অন্তহীন বিতর্কের বিষয়...
মুখোশ, মুখোশ, শুধু মুখোশের অন্ধ নাচ
হে অন্ধপ্রাণ, বেলা বাড়ে— এবার অন্তত জাগো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন