লেবেল

সোমবার, ১৮ মার্চ, ২০২৪

।। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১৯।। বসন্ত — সেন্টু রঞ্জন চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১৯।।



বসন্ত

সেন্টু রঞ্জন চক্রবর্তী 


বসন্তটা বারেবারে কষ্ট যাদের বাড়ায়

বলছি আমি তাঁদের কথাই এই কবিতা লিখে,

অভাব যাদের জীবনটারে করে রাখে ফিকে

সে সকল পার্বতীরা নিত্য আমায় জাগায়।


বাসন্তী রঙ শাড়ী যাদের নাগাল থেকে দূরে 

তাঁদের কাছে বসন্তটার অর্থ কি আর আছে?

অভাব নামের দুস্য এসে পরান যাদের কাড়ে 

কোনোমতে বেঁচে থাকাই প্রার্থনাতে যাছে।


আমি তাঁদের দুঃখের কথা ছন্দ ছাড়া লিখি

ইচ্ছে মতো তাদেরই ছবি আঁকি আপন মনে,

সর্বহারার ঘরে কিন্তু শীত বসন্ত সুখ মেকি

ফুল ফুটুক কাক ডাকুক কিংবা কোকিল পাখি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন