শুক্রবার, ১ মার্চ, ২০২৪

।। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২।। তীর্থঙ্কর সুমিতের কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২।। 






তীর্থঙ্কর সুমিতের কবিতা 


১.

ভৌগোলিক দূরত্ব



নৈঃশব্দের সেলুরারে বন্দী হিসেবের তর্জমা
রৈখিক ব্যবধানে আর্তনাদের অনুভূতি
একান্ত ফেলে আসা স্মৃতির দিকে...
ক্রমশঃ বিবর্তন হতে হতে
মিশে যাওয়া যত গ্লানি একদিন
মুছে যাবে আদিগন্তের পথে
হিসেবের বর্ণমালা বহু পথ ধরে
ক্লান্তমুখর জনস্রোত হারিয়ে যাবে

ভৌগোলিক দূরত্বে।  




২.
মনে পড়ে


আরও একবার তোমার মুখোমুখি হতে চাই
নুয়ে পড়া গাছটির আসা যাওয়া
প্রতিদিন দেখি আর ভাবি...
বিবর্তনের দৈনিক পদাবলী
তারপর কি এমন হলো,
কথা দেওয়া ব্যক্তিগত পার্লামেন্ট
একদিন...

বনলতা তোমায় মনে পড়ে সমুদ্রতীরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন