শনিবার, ২ মার্চ, ২০২৪

।। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৩।। বিদ্যুৎ মিশ্র- এর কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৩।। 




বিদ্যুৎ মিশ্র- এর কবিতা 



১.

পলাশের দেশে


গুনগুন গান করে সকালের পাখি

রং তুলি নিয়ে আমি সেই ছবি আঁকি।

দূরে কোথা ডাক দেয় শিমুল পলাশ

বসন্ত এসে গেছে ফাগুনের মাস।


চলে আয় ঘুরে আসি পলাশের বনে

প্রেমেরই ছোঁয়া লাগে আমাদের মনে।

ধিকি ধিকি জ্বলে বুঝি বুকের আগুন

চুপি চুপি কানে কিছু বললো ফাগুন।


নববধূ লাগে যেন সিথির সিন্দুর

ওই দেখো রাঙ্গামাটি নয় বেশি দূর

চলো যাই ঘুরে আসি, পলাশের দেশে

বসন্তের ডাক দিয়ে কোকিলের বেশে।





২.

ফাগুনের গান গাই



আজ ফুটেছে শিমুল পলাশ ছুটির অবকাশ

ফাগুনের ওই পেলাম ছোঁয়া জাগলো মনে আশ।

আবির নিয়ে দোলের দিনে পাড়ার যতো ছেলে

রঙিন হয়ে ঘুরবো সবাই রঙের ছোঁয়া পেলে।


পুরনো সেই ছেলেবেলা আসবে কী আর ফিরে

রঙ খেলা আর দস্যিপনা থাকবে আবার ঘিরে।

দোলের দিনে রঙের সাথে রঙিন সারা দেশ

নানা রঙে রাঙিয়ে মুখ মিটবে মনের দ্বেষ।


শিমুল পলাশ ফুল ফুটেছে খুশিতে মন নাচে

দোলের দিনে আজকে বুঝি খুশির খবর আছে।

চারিদিকে হুল্লোড় আর মন মাতানো গন্ধ

নতুন করে পেলাম ফিরে বেঁচে থাকার ছন্দ।


মালা গেঁথে পরবো গলায় তুলবো পলাশ ফুল

ঝুমকোলতায় নাকছাবি আর গড়বো কানের দুল।

বসন্ত আজ ডাকছে এসো ফাগুনের গান গাই

পলাশ শিমুল ফুলপরীদের দুঃখ কিছু নাই।





৩.

আজকে পলাশ বনে



পলাশ ফুলের রঙ লেগেছে

বসন্ত ওই ডাকে,

বুকের মাঝে স্বপ্ন বুঝি

নতুন করে আঁকে।


বিভোর হয়ে তাকাই আমি

পলাশ বনের মাঝে,

আগুন যেমন ঝরছে গাছে

ওই ভাবে ঠিক সাজে।


ইচ্ছে করে কয়েকটা ফুল

নেবো আমি তুলে,

মালা গেঁথে পরবো গলায়

আর লাগাবো চুলে।


পলাশ ফুলে রঙ লেগেছে

আজকে আমার মনে,

তাইতো আমি যাই ছুটে ভাই

ওই যে পলাশ বনে।



৪.

রঙের মেজাজ



চারদিকে আজ রঙের মেজাজ

লাগলো বুকে আগুন

ফেলবো সাড়া সারা পাড়া

আসলো ফিরে ফাগুন।


মাঠ জুড়ে ওই রঙের মেলা

ফুল ফুটেছে গাছে 

শিমুল পলাশ আজ যদি চাস

ঠিকানা তার আছে।


পাড়ার মাঝে রঙিন সাজে

খেলবো যে রঙ মস্তিতে

উঠুক না হয় তুফান প্রলয়

ভূমিকম্প বস্তিতে।


কে দূরে যায় আজ চেনা দায়

সবাই একই লাগছে 

হুল্লোড়ে আজ রঙের মেজাজ

দোলের সুবাস জাগছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন