লেবেল

রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১৯।। প্রিয় বর্ণমালা — সুদীপ কুমার চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



         ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১৯।।




প্রিয় বর্ণমালা 
 সুদীপ কুমার চক্রবর্তী

আজও অনেক প্রশ্নচিহ্ন রয়ে গেলো প্রতিটা রক্তাক্ত অক্ষরে।
রয়ে গেলো বহু বঞ্চনার দীর্ঘশ্বাস।
কাল চক্রে ফিরলো আবার প্রিয় বসন্ত - শিমূল পলাশ।

কিভাবে ফিরবো স্বপ্নকথার সেই রঙিন উৎসমুখে !
ফাগুনে আগুন লাগলে কিভাবে নিভবে সেই অগ্নিশিখা
অশ্রুর বিষন্ন আলেখ্যে !

ইতিহাস আপোষের সন্ধি প্রস্তাব নয় -
শতাব্দীর মাটি ফুঁড়ে তার পুনর্জন্ম হয়।
আবার জন্ম নেবে আমাদের প্রিয় কল্পতরু
সবুজ অক্ষরমালার বর্ণ চেতনায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন