লেবেল

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১৬।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস — অশোক ব্যানার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



         ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১৬।।




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অশোক ব্যানার্জী


একুশে ফেব্রুয়ারি,

আজও ভুলিনি দিনটাকে,তাই

হৃদয়ে আমি রেখেছি যত্নে

আমার মায়ের শেখানো ভাষাই !

বহু ভাষা আছে পৃথিবী জুড়ে

কিছু তার জানা কিছু জানা নাই

তবুও আমি আজ গর্বিত বড়

নিয়ে আমার মাতৃভাষাই ।

বাংলা আমার ভাষা,

মায়ের শেখানো প্রথম বুলি

যত ভাষা জানা থাক না কেন

এ ভাষা আমি কী করে ভুলি ?

বাংলা আমার হৃদয় জুড়ে

বাংলা আমার প্রাণ

আমি বাঙালি, প্রাণ চঞ্চল

বাংলায় গাই গান ।

বাংলায় আমি কবিতা লিখি

বাংলায় পড়ি বই

মাধুর্যময় এমন ভাষা

পৃথিবীতে আর কই ?

রবীন্দ্রনাথ,কাজী নজরুল

জীবনানন্দ দাশ

কবিতা লিখেছেন এই ভাষাতেই

মিটিয়ে মনের আশ !

বিভূতিভূষণ, তারাশঙ্কর

সুনীল গঙ্গোপাধ্যায়

গল্প, উপন্যাস লিখেছেন সব

এই বাংলা ভাষায় ।

সে সব এক এক রত্নখনি

বিশ্বের দরবারে

পেয়েছে মান,আর মর্যাদা

পেয়েছেত বারে বারে ।

বাংলা সিনেমা পথের পাঁচালী

সত্যজিৎ রায়ের

জগৎ জুড়ে বাড়িয়েছে মান

আমার বাংলা মায়ের !

এই ভাষাতেই কবিতা লিখে

"নোবেল" পেলেন কবি

এই ভাষা তাকে খেতাব দিয়েছে

"মহান বিশ্বকবি !"

এই ভাষা তাই আমার কাছে

জন্মের অধিকার

একুশ আমার প্রাণেতে আনে

জোয়ারের ঢেউ তার ।


              অশোক ব্যানার্জী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন