।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১৩।।
অমর ভাষাশহিদ
দীনেশ সরকার
যে ভাষাতে কাঁদি-হাসি, যে ভাষায় গাই গান,
যে ভাষাতে কইতে কথা প্রাণ করে আনচান,
সেই তো মায়ের মধুর ভাষা, আমার মাতৃভাষা,
আ-মরি সেই বাংলাভাষা, আমার ভালোবাসা।
মাতৃভাষার স্বীকৃতি নিয়ে উত্তাল হ'লো ঢাকা,
বুলেট দিয়ে সে আন্দোলন যায় নি দমিয়ে রাখা।
রাস্তায় পড়ে শহিদদের লাশ, রক্তে ভেজা রাজপথ,
যায় নি তবু থামিয়ে রাখা আন্দোলনের রথ।
রফিক, জব্বার, সালাম, বরকত, বাংলামায়ের সন্তান
ভাষামায়ের অমর শহিদ, দিলো প্রাণ বলিদান।
শহিদদের ত্যাগ আমরা কি আর ভুলে যাতে পারি?
শ্রদ্ধার সাথে স্মরণ করি একুশে ফেব্রুয়ারি।
ফেব্রুয়ারির একুশ যে তাই বিজয়ের দিন মহান,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পেয়েছে সম্মান।
অমর শহিদ শান্তিতে তাই ঘুমাও নীলাকাশে
চির ভাস্বর তোমাদের নাম রক্তের ইতিহাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন