
।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ৩০।।
বার্তা দিয়ে গেলে
সোমা চক্রবর্তী
তুমি নিজেই বয়েছিলে নিজের ক্রুশ'টি
ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েছিলো তোমার শরীর!
হে ঈশ্বরের পুত্র
স্বয়ং ঈশ্বর তুমি, চেতনা দিয়েছো, আমাদের
মনে মননে
অমন করেই যন্ত্রণা সহ্য করতে হবে
সহ্য করতে হবে ক্রুশের আঘাত, তবুও
তোমার মুখে সেই বাণী-
" ওরা জানে না ওরা কী ভুল করছে, ঈশ্বর ওদের ক্ষমা করো "
ক্ষমা করতে শিখিয়ে গিয়েছো প্রভু
যন্ত্রণা-আঘাত সহ্য করতে, ক্ষমার আলোয়!
জীবনের আঁধার ঘোচানোর আর এক নাম
'প্রভু যীশু'
চেতন দিয়ে গেলে, বার্তা দিয়ে গেলে তুমি
তোমার পথ চলাতে, জগতের সকলে পথ চলুক
পৃথিবী হোক পবিত্র সুন্দর আর মানবিক
তোমায় প্রণাম প্রভু!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন