বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

।। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২৯।। দীপক বেরা -র কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 .


          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ২৯।। 





দীপক বেরা -র  কবিতা 


১.

ঈশ্বরের খোঁজে

ঈশ্বর কোথায়? ঈশ্বরের খোঁজে
নিত্যদিনের খুচরো দিন থেকে বড়দিন 
আজও ক্লান্তিহীন হেঁটে চলেছে মানুষ 
এখনও ভোরের উঠোন থেকে ফুল তুলে এনে 
ঈশ্বরের নামে নৈবেদ্য সাজায়, মন্ত্রোচ্চারণে
'বিশ্বাসে মিলায় কেষ্ট..' প্রবচনে বিশ্বাস রেখে 
কুয়াশার অন্ধকারে কেউ কেউ শব্দ কুড়োয়
অনুভবে আম্রমুকুলের ঘ্রাণ, চোখের তারায়
স্নানের ঘাটের ছলাৎ জলে জীবনের তরঙ্গ 
অন্তরের পালে কতক্ষণে লাগে একটু হাওয়া 
অপেক্ষায় জেগে থাকে ধীর নৌকা 
ধ্রুব-জীবনের আলোর শিকড় সন্ধানে
শান্ত কূলে শাশ্বত ফললাভের আশায়

যতটা অপেক্ষার পর শস্যবীজ থেকে 
অঙ্কুরিত হয় গাছ, শুককীট থেকে প্রজাপতি
সেখানেই রোজ ভ্রূণ জন্মের ভিতর ঈশ্বর জাগেন।



২.
অবচেতনের আয়নায় 


অবচেতনে আকাঙ্ক্ষার পেছনে ছুটেই চলেছি
খেয়ালই করিনি সময়বাহন কতদূর নিয়ে এল
ইচ্ছে, স্বপ্ন, অলীক সুখ যতই ধরতে যাই
সবই কেমন পিছলে চলে যায় পেছনে 
অধরা সুখের সন্মোহনের টানে অনন্ত যাত্রা... 
অবচেতনের আয়নায় খুঁজি সেই সোনাঝরা দিন 
ঘাসফড়িং, শান্তদিঘির পাড়ে অপেক্ষারত বক
গনগনে আগুনরোদে পোড়া খাঁ-খাঁ দুপুর 
খুঁজি জলরঙে আঁকা শৈশবের সবুজ ক্যানভাস
আর খুঁজি— 
বহুদিন হারিয়ে যাওয়া সেইসব পদচিহ্নের ভিতর 
শক্ত করে ধরার একটা ভরসার আঙুল
হে আমার শৈশবের আপনজন, আমার ঈশ্বর.. 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন