শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩



          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ৩১।। 




সান্তা এলো

সুব্রত চৌধুরী


মিষ্টি সুরে ওই যে দূরে
গীর্জায় বাজে ঘন্টা,
বড়দিনের খুশে খুকুর
আনচান করে মনটা।

ঝোলা কাঁধে কুঁজো হয়ে 
হেঁটে চলে সান্তা,
জিংগেল বেলে উঁকি মারে
রংগীন সাজে কান্তা।

সান্তার হাতে ক্যান্ডি পেয়ে
কান্তা মাতে সুখে,
তাক ধিনা ধিন নেচে বেড়ায় 
হাসি মাখা মুখে।

সান্তার পিছু ঘুরে বেড়ায় 
টয়ের লোভে শিশু,
ঘরে ঘরে আশীষ বিলোয়
সান্তা রূপী যিশু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন