শরতের আগমন —২৯
শিউলি ফুল আর মিঠে-কুয়াশা
বিকাশরঞ্জন হালদার
শিউলি ফুল আর মিঠে-কুয়াশা, কাছে এসে দাঁড়ালেই 'শরৎ' মনে পড়ে
মনে পড়ে ঠাকুর গড়া, কথায় কথায় টান
এর পর তো ঢাকের কাঠি, বেলুন পিস্তল!
পুজোর ক'দিন একটানা ঢেউ মনের দরিয়ায়...
তখন আমারা সত্যিই কত বাঙালি!
এসব একটু ফেলে আসা সময়ের থেকে কুড়িয়ে পাওয়া
দেখেছি শরৎ আসে যায় , তবে তার হিমের ছোঁয়া তেমন'টা ঠিক পাওয়া যায় না আর!
কোথায় যেন একটা ঘাটতি থেকেই যায় ...ধরণ পালটেছে,
তবে মিথ্যে কথা বলব না, সম্পর্ক 'টা, মনে রেখে সে
আসা যাওয়া'টা করে!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন