বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —২৮ ।। ওই তো আসছে দূর্গা — পুষ্পিতা চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শরতের আগমন —২৮


ওই তো আসছে দূর্গা

পুষ্পিতা চট্টোপাধ্যায়



ওই তো আসছে দুর্গা, আমি শুনছি পদধ্বনি

রিনিকি ঝিনিকি রিনিকি ঝিনিকি নুপুরের ঝনঝনি

ওই তো আসছে দুর্গা, আমি আকাশে পেতেছি কান

সোনা রোদ বেয়ে তিরতির আসে আগমনী সম্পান

ওই তো আসছে দুর্গা, তাই এত আলোময় সুর

বাতাসে ভাসছে তারই মূর্চ্ছনা দূর হতে বহুদূর

দুর্গা আসছে দুর্গা আসছে, হাসছে নদীর তীর

কাশফুল দোলে দোলনা বাতাসে, সাদা মেঘ করে ভীড়

দুর্গা আসছে দুর্গা আসছে, সাদা- কমলার বেশে

কোথাও কি আজো শিউলি ফুটেছে সুগন্ধি ভোরে হেসে 

ওই তো আসছে দুর্গা, ভোরে শিশিরের ছোঁয়া লেগে

মহালয়া ভোর, অপেক্ষা তোর, আমরা তো আছি জেগে

এসো মা দূর্গা, দশভূজা বেশে মণ্ডপ করো আলো

এসো বরাভয়, অভয় হাতেই দূর করো যত কালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন