শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —৩০ ।। প্রকৃতি ও আয়ুধ নিয়ে তৈরী — রবীন প্রামাণিক ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




শরতের আগমন —৩০


প্রকৃতি ও আয়ুধ নিয়ে তৈরী 

রবীন প্রামাণিক 

তোমার জন্য সমিধ নিয়ে তৈরী হচ্ছে প্রকৃতি 
শ্রাবণী সেজেছে আজ সবুজ শ্যামল প্রগতি ।
তোমার জন্য শরৎ মেলেছে সাদা মেঘের খেলা 
প্রান্তরে সাদা কাশ ফুলের মেলায় লাগে দোলা,
প্রভাতের শিউলি ফুলের সাদা আলপনা  - মালা।

পরনে দে'ব তোমায় সাদা কেরালীয়ান শাড়ি 
সোনালী জোরির কারুকার্য করা বাহারি 
তোমার অঙ্গ শোভায় দে'ব ডাকের অলংকার,
সাদা আলোর ছটায় আমাদের খুলে দে'ব দ্বার।

সব দেবতার মতো প্রকৃতি ও দেবে আয়ুধ -
তুমি এসো- অসুর অহমিকা ক'র চূর্ণ ,
তোমার জন্য প্রহর গুণে চেয়ে আছি শূন্যে 
তোমার পথ চেয়ে হৃদয় আজ বিদীর্ণ ।

সরোবরে শতদল পদ্ম মেলেছে আঁখি 
রাঙা সবুজ আভায়- তোমার তৃতীয় নয়নে
চেয়ে আ'ছ যেন তুমি আজ শত্রু দলনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন