শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

শুরু হলো অক্টোবর সংখ্যায়... উন্মুক্ত কবিতা -১ ।। কবিতা আমাকে ডাকে — দুরন্ত বিজলী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


উন্মুক্ত কবিতা -১


কবিতা আমাকে ডাকে

দুরন্ত বিজলী
১.
মেঘমেদুর হাওয়ায়  মন সমস্ত প্রয়োজনীয় কাজগুলি ফেলে উদাসীন হতে চায় ।
জীবনের সমস্ত যা কিছু বেঁচে থাকার উপকরণ তখন অপ্রয়োজনীয় মনে হয়।
ছুটে আসি, ছুটে আসি- কবিতা আমাকে ডাকে।
মেঘের মতো, বিদ্যুতের মতো,রোদ-বৃষ্টি-বজ্রপাতের মতো ।

২.
কবিতা আমাকে ডাকে--
সমস্ত বিষণ্ণতার মাঝে আলোর
ফুলকির মতো আশা-ভালবাসা ফুটে ওঠে,
ঠিক ভোরের কলি ফুটে ওঠার মতো ।

৩.
কবিতা আমাকে ডাকে -
আগুনের কথা তখন মনে হয়  :
আগুন উনুনে দাউ দাউ জ্বলে,
ক্ষুধা নিবারণের জন্য সে প্রস্তুতি নেয়,
ক্ষুধার আগুন নেভাতে উনুনে আগুন জ্বলে।
আগুনের ভেতর ভীষণ সুন্দর কবিতা জ্বলে।
আমার প্রেমিকার কম্পিত কণ্ঠস্বরে আমার ভূত-ভবিষ্যৎ উথালপাথাল, আমি বেদনার বেদানা খেয়ে আগুনের কবিতা লিখি, চুল্লির ছাই ও ধোঁয়ার কথা লিখি।

৪.
কবিতা আমাকে ডাকে -
আমরা জেগে থাকি,আমরা জেগে থাকি অথচ একটা নিশ্চুপ ঘুম কামনা করি,
কামনা করি একটা নিশ্চিত ঘুম।
আমি তো মৃত্যু চাইনা, দেখতেও চাই না ।
দেখতে চাই সুন্দর,এই সুন্দর পৃথিবীকে আরো আরো,  তার ভিতর থেকে রূপ রস গন্ধ শুষে নিয়ে নিজেকে পরিপূর্ণ করতে চাই। সেটুকু সময়, আর একটু সময় দাও প্রভু!

৫.
কবিতা আমাকে ডাকে :
জীবনের কাছে,যন্ত্রণার কাছে,ভালোবাসার কাছে, দুঃখের কাছে, সুখের কাছে, সকল সুন্দরী প্রেমিকার কাছে, ঘর সংসারের কাছে, স্নেহময় কবিদের কাছে, ঈর্ষান্বিত বন্ধুদের কাছে, টীকা-টিপ্পনির কাছে, প্রহসন-প্রতিবাদের কাছে, অবশেষে চোখের জলের কাছে।
আমার আবেদন-নিবেদনের মালাগুলো পরাতে চাই আরো কিছুকাল। আরো কিছুকাল তাদের সঙ্গে, আরও কিছুকাল তাদের সঙ্গে..... 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন