রম্য কবিতা —২৮
অনিশ্চয়তা
সঞ্জীব দে
ফোটা ফোটা হয়ে ঝালকাঠি র
মাথায় ঝুলতে থাকা
অস্বাভাবিক ভাবে,
মাটির দাওয়ায় বাঁশের খুঁটি র মাথায়
ঝুলন্ত হ্যারিকেনের আলোর মতোন চাঁদ
এক পটভূমিকা রচনা করে।
গভীর অরণ্যে জমাট বাধা পাতার
আলসেমিতে
চোরাগোপ্তা ভাবে এক মাদকতার আবেশ
তুমি শেলি'র কবিতা হয়ে
শরীরের গোপনতায়
আমার ভালোবাসা ঝুলিয়ে রাখো,
বাস্তবতা যেভাবে পৌষে ঝুলে থাকে
অনিশ্চয়তায়।
ফোটা ফোটা হয়ে ঝালকাঠি র
মাথায় ঝুলতে থাকা
অস্বাভাবিক ভাবে,
মাটির দাওয়ায় বাঁশের খুঁটি র মাথায়
ঝুলন্ত হ্যারিকেনের আলোর মতোন চাঁদ
এক পটভূমিকা রচনা করে।
গভীর অরণ্যে জমাট বাধা পাতার
আলসেমিতে
চোরাগোপ্তা ভাবে এক মাদকতার আবেশ
তুমি শেলি'র কবিতা হয়ে
শরীরের গোপনতায়
আমার ভালোবাসা ঝুলিয়ে রাখো,
বাস্তবতা যেভাবে পৌষে ঝুলে থাকে
অনিশ্চয়তায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন