শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

রম্য কবিতা —২৯ ।। রাত-জাদু —শুভশ্রী রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




রম্য কবিতা —২৯



রাত-জাদু

শুভশ্রী রায়

কত কী যে ব্যাপার মজার ঘটে রাতবিরেতে

সামনেই স্পষ্ট হয়ে খেলা করে ভূতপেরেতে!

মোটা মতো বেড়ালটা সেই বড্ড চেনা

জানত কে তারও এমন জাদু জানা!

নিজের শরীরটাকে দশ ফুট শূন্যে ভাসায়

দেখে বিস্ময়ে তো আমার শ্বাস আটকে যায়!

মেঘের হাত ছাড়িয়ে চাঁদ সুখের মুখ বাড়ায়

কিরণ দিয়ে খানিক খানিক আঁধার তাড়ায়।

বেড়ালের ভেতর থেকে বার হয় দশটা আরো

এ সব দেখেও তুমি না লিখে থাকত পারো?

ছিঁচকে চোর পালাচ্ছে কী চুরি করে

নিয়েছে কার যেন মন ঝোলায় ভরে!

এক সময়ে রাত্রি-জাদুর ঘনঘটা সীমা ছাড়ায়

সে সব অনুভবেই থাকে, কলমে এলেই হারায়।

রাতবিরেতে কত কী যে জাদুঠাসা ব্যাপার ঘটে,

বলতে পারি দিব্যি করে, ঘটনার কমই রটে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন