বুধবার, ২৬ জুলাই, ২০২৩

রম্য কবিতা -২৭।। আত্মরতি — সুজিত রেজ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




রম্য কবিতা -২৭



আত্মরতি

সুজিত রেজ



আমার সকাল ঘুমিয়ে পড়েছে সকালবেলায়

আমার বিকাল নিথর পাথার বিকেলবেলায়

আমার রাত্রি জেগে আছে সারা রাত

প্রতিটি প্রহরে ঘণ্টা বাজছে শব্দহীন


ভালোবাসা ফেলে গেছ মোছা রুমালের মতো

যোগিনীসাঁতারে অতিক্রমণ মগ্নগিরি

বৃত্ত এখন আঁকা হয় ভুল রঙে

মেঘের বাসনা পূর্ণ করে  না আকাশ

জলধারা যত রোদ্দুর শোষে গভীর


এখন এই জীবন শুধু ধূসর স্মৃতির

এই জীবন শুধু এখন আত্মরতির

২টি মন্তব্য: