মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

রম্য কবিতা - ৫ ।। হলুদ বৌদিকে — হীরক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E .Magazine।। Bengali poem in literature।।

 





রম্য কবিতা - ৫



হলুদ বৌদিকে

হীরক বন্দ্যোপাধ্যায়

আর কিছুতেই ওদিকে তাকাব না
সেই চোখ আজ কোথায় গেল
একটা ম‍্যাজিক রিয়েলিজম একটা পোস্টমডার্নিটি ,গোপন জন্ম নিয়ে হারিয়ে গেছে চিরতরে, তৃষ্ণার মতো সে দেখা
পিপাসার মতো সে কৌতূহল
নির্জনতার মতো সে ইশারা
আর বোধহয় লুকানো যাবে না
কলেজ য়ুনিভার্সিটি 
কোয়ান্টাম থিয়োরির ভাস্কর্য
সব মিথ্যে,সে বিস্ফোরণ ঘটিয়ে গেছে
শৈবাল মনীষা সৈকত শর্মিলা ভাস্কর শতরূপা
...

গেটকিপার উদাসীন যুবকের
কানে কানে বলে গেল
হলুদ বৌদি আর এখানে থাকে না ....

২টি মন্তব্য: