বুধবার, ৫ জুলাই, ২০২৩

রম্য কবিতা —৬ ।। জীবনের রূপকথা — দুর্গাদাস মিদ্যা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



রম্য কবিতা —৬



জীবনের রূপকথা

দুর্গাদাস মিদ্যা


পুড়তে পুড়তে পোড়া বেগুনের মতো

কালো হয়ে গেছে এই জীবন

জ্বলতে জ্বলতে জলাতঙ্ক রোগ

ঘিরে ধরেছে আষ্টেপৃষ্ঠে। 

বকম বকম  পায়রাদের মতো শুধু বকবকানি চলছে সারাক্ষণ। 

ভেবেছিলাম ফুলের মতো জীবন হবে

গন্ধে মাতাল করবো সকলকে

তা নয়, কাঁটার খোঁচায় জ্বালিয়ে গেলাম। 

ভক্তির রসে চুবিয়ে

রসগোল্লা উপহার দেব

কিন্তু কখন যে তাতে উচ্ছের রস মিশেছে কে জানে! 

তাই শুধু তেতো মনে হয়

আনন্দ নয় ঘন বর্ষায় 

মেঘ যেমন কালো হয়

তেমনই ঘন কালো আমার সময়। 


1 টি মন্তব্য: