রম্য কবিতা -৪
তেরে কেটে তাক্!
গোবিন্দ মোদক
আজব একটা খবর তোমায়
বলছি এখন শোনো,
হাসির চোটে পেট ভরবে
ভরবে তোমার মন-ও!
হাটের থেকে দু'টো ডিম
কিনেছিল দাদা,
একটা ডিম কালো রঙের
আর একটা ডিম সাদা!
কালো ডিম ফুটে হলো
রামগরুড়ের ছানা,
হেঁড়ে গলায় গান ধরলো –
তানা নানা নানা!
সাদা ডিমের ঘুম ভাঙলো
সেই গানটা শুনে,
উনিশ বার হাই তুললো
আঙুল গুনে গুনে!
কুড়ি গোনা শেষ হতেই
ফাটলো সাদা ডিম,
সুড়ুৎ করে বেরিয়ে এলো
হাট্টিমা টিম টিম!
হাট্টিমা-র মাথায় ছিল
চকচকে এক টাক,
সেই টাকেতে লেখা ছিল –
তেরে কেটে তাক!!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন